সোনারপুরে বিয়ের আগেই হবু স্ত্রীকে ধর্ষণ! ফাঁকা বাড়িতে ডেকে চলল অত্যাচার
জানা গিয়েছে, অভিযুক্ত সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা। কলকাতার একটি নামী নাইট ক্লাবের ম্যানেজার। নির্যাতিতার অভিযোগ, বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁদের আলাপ হয়। আলাপ থেকেই ধীরে ধীরে প্রেমের সূত্রপাত। এরপরই দুই পরিবার আলোচনার ভিত্তিতে আগামী ২৯ নভেম্বর দুজনের বিয়ে ঠিক করে। দিন ঠিক হওয়ার পরই, একদিন বাবা-মায়ের সাথে বিয়ে নিয়ে জরুরি আলোচনার নাম করে তাঁকে ফাঁকা বাড়িতে ডেকে পাঠায়।
আরও পড়ুন : বড় খবর : ‘দুয়ারে রেশন’ প্রকল্পে ৪২ হাজার কর্মসংস্থান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেঁধে দিলেন মাইনেও
নির্যাতিতার অভিযোগ, তারপর ফাঁকা বাড়িতে তাঁকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। এর জেরে তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে, সেকথা হবু স্বামীকে জানান। কিন্তু অভিযোগ, সেকথা জানালে উল্টে তাঁকে মারধর করা হয়। একটি ঘরে আটকে রাখা হয়। খুনের হুমকি দেওয়া হয়। এমনকি ভয় দেখিয়ে জোর করে তাঁর গর্ভপাতও করানো হয়। এই অভিযোগে সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই উঠতি মডেল।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
সুত্র : ২৪ ঘন্টা