জাতীয়

মুম্বাইতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেলো নারীর, অতঃপর

মুম্বাইতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেলো নারীর, অতঃপর - West Bengal News 24
ঘটনার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

মুম্বাইতে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে পা পিছলে পড়ে যান এক ৪০ বছর বয়সী নারী। সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য ট্রেন তাকে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। পাশেই এক পুলিশ কনস্টেবল অসম্ভব দ্রুত সময়ে প্রতিক্রিয়া দেখিয়ে ওই নারীকে টেনে সরিয়ে আনেন।

রবিবার (২১ নভেম্বর) রাতে মুম্বাইয়ে বাইকুলা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নারীকে বাঁচানো স্বপ্না গোলকার নামের ওই কনস্টেবল রেলওয়ে প্রটেকশন ফোর্সে কর্মরত আছেন। এ নিয়ে দুই মাসের মধ্যে দুইজন যাত্রীর প্রাণ বাঁচালেন তিনি।

ভারতের সেন্ট্রাল রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে পড়ে।

আরও পড়ুন ::

Back to top button