জাতীয়

নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ!

নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ! - West Bengal News 24

আরও অনেকটা কমল দেশের করনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৭৯ জন। এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৫,২৬,৪৮০ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৪,৬৬,১৪৭ জন।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,১৩,৫৪৮ জন। নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ -এ স্বস্তিতে দেশবাসী।

দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে কেরলে। সেই রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬৯৮ জন। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৭৫০। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। পড়শি রাজ্য ওড়িশায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৭১ জন।

যদিও উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে এখনও রয়েছে করোনার প্রভাব। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। অসমে একদিনে আক্রান্ত অয়েছেন ১৯২ জন। গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সারা দেশে সুস্থ হয়েছেন ১২,২০২ জন। সক্রিয় রোগীর হার ০.৩৩ শতাংশ।

আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের পরিবর্তে মদের উপর কর কমিয়ে দিল এই সরকার

করোনা প্রতিরোধে সারা দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। ভারতে টিকাকরণের সংখ্যা ১১৭.৬ কোটি। এর মধ্যে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৭৬.৮ কোটি মানুষ। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪০.৮ কোটি মানুষ।

নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ, কমানো হচ্ছে কোভিড ওয়ার্ড রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে নজর দিয়ে একাধিক হাসপাতালগুলিতে কোভিড চিকিত্‍সা বন্ধ করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। জেলা পিছু একটি বা দুটি কোভিড হাসপাতাল অথহবা ওয়ার্ড খুলে রাখার চিন্তাভাবনা রয়েছে সরকারের। চুক্তিভিত্তিক কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে।

সুত্র: নজরবন্দি

আরও পড়ুন ::

Back to top button