রাজনীতি

এবার অনশনে বসার হুমকি সিধুর

Navjot Singh Sidhu: এবার অনশনে বসার হুমকি সিধুর - West Bengal News 24

রাজ্যের মাদক পাচার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে, নইলে শীঘ্রই অনশনে বসবেন। হুমকি দিলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজোত্‍ সিং সিধু। এইসঙ্গে ফের অস্বস্তিতে ফেললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিত্‍ সিং চান্নিকে।

বৃহস্পতিবার সিধু দাবি করেন, হাইকোর্টে মাদক সংক্রান্ত যে গোয়েন্দা রিপোর্ট জমা দিয়েছে রাজ্য, তা জনসমক্ষে আনতে হবে। সিধুর অভিযোগ, মাদক চক্রের সঙ্গে রাজ্যের বড় বড় মাথা জড়িত।

পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন মনে করিয়ে দেন, ২০১৭ সালে কংগ্রেস যখন পাঞ্জাবে ক্ষমতায় আসে, তখন জনতাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যের মাদক পাচার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। দোষীদের কোমর ভেঙে দেওয়া হবে। সিধুর অভিযোগ, সেই কাজ কখনওই হয়নি।

এরপরেই তিনি বলেন, ”সরকার মাদক-রিপোর্ট প্রকাশ্যে না আনলে অনশনে বসব আমি। সাধারণ মানুষকে জানানো দরকার, কেন ওই রিপোর্ট প্রকাশ্যে আনেনি আগের অমরেন্দ্র সরকার। আদালত তো রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ্যে আনতে নিষেধ করেনি।”

আরও পড়ুন: ফের তৃণমূলে যোগদান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির

এদিন ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যও তুলে ধরেন সিধু। বলেন, ২০১৭-২০২০ সালের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দেশে শীর্ষে রয়েছে পাঞ্জাব।

বলা বাহুল্য, পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজোত্‍ সিং সিধুর নয়া দাবি, চরণজিত্‍ সিং চান্নি সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলল। রাজনৈতিক মহল আশা করেছিল পাঞ্জাবের কুর্সি থেকে অমরেন্দ্র সিংহ সরে যাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হবে।

যদিও তা হতে দেখা যাচ্ছে না। চন্নি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিসভা গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রিকেটার রাজনীতিক সিধু। এবার নিজে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েও সরাসরি রাজ্যের কংগ্রেস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বসলেন।

 

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button