আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে হত্যা ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’

Pakistan: শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে হত্যা ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’ - West Bengal News 24

ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে পাকিস্তানে কর্মরত শ্রীলঙ্কার এক কর্মীকে হত্যার ঘটনাকে ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার পাঞ্জাবের শিয়ালকোট শহরে কর্মরত প্রান্ত কুমার নামে শ্রীলঙ্কার ওই নাগরিককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয় বলে জানান পাঞ্জাব পুলিশের মুখপাত্র ওসামা মেহমুদ। এই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া এলো দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে।

আরও পড়ুন: ‘ওমিক্রন রুখতে নয়া ভ্যাকসিন তৈরি করবে এই সংস্থা

এই ঘটনাকে ‘ভয়াবহ সতর্কীকরণ আক্রমণ’ অভিহিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পুরো ঘটনা তদন্তের তত্ত্বাবধান করছেন বলে জানান।

শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, যারা দায়ী তাদের কঠোর আইনে শাস্তি দেওয়া হবে। গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের মানবাধিকার কমিশন বলেছে, ‘যে বর্বরতার সঙ্গে শিয়ালকোটের জনতা ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ তুলে একজন শ্রীলঙ্কান নাগরিককে নির্মমভাবে হত্যা করেছেন, তা পাকিস্তানের উগ্রপন্থী ভয়াবহ বাস্তবতাকে তুলে ধরে।’

আরও পড়ুন ::

Back to top button