ভিকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অঙ্কিতা
অবশেষে সকল বাধা পেরিয়ে সাত পাক ঘুরলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন অঙ্কিতা। তিন বছরের প্রেম এবং সহবাসের পর একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অঙ্কিতা, ভিকি। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল অঙ্কিতার বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের উপস্থিতিতেই ভিকির গলায় মালা দিলেন ‘পবিত্র রিস্তা’র অর্চনা।
জীবনের সবচেয়ে বিশেষ দিনের আগেই পায়ে চোট পান অঙ্কিতা। বিয়ের নিমন্ত্রণ সারার সময়েই পায়ে চোট পেয়ে শয্যাশায়ী হয়েছিলেন তিনি। তবুও পিছিয়ে দেননি বিয়ের দিনক্ষণ। নির্দিষ্ট দিনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। নেট মাধ্যমে কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল অঙ্কিতা, ভিকির মেহেন্দি, বাগদান অনুষ্ঠানের ছবি। প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের ‘রাবতা’ ছবির গান বাজিয়েই বাগদান সারেন অঙ্কিতা।
প্রেম ভাঙলেও, অঙ্কিতা, সুশান্তের বন্ধুত্ব ছিল অটুট। এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যু রহস্যের সমাধান হয়নি। তাঁর মৃত্যুর পর সঠিক বিচার চেয়ে সরব হয়েছিলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। গোটা সময়ে অঙ্কিতার পাশে ছিলেন ভিকি। সুশান্তের মৃত্যুর এক বছরের মাথায় সেই ভিকিকেই বিয়ে করলেন অঙ্কিতা।
আরও পড়ুন: জ্যাকুলিন ফার্নান্দেজের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
সহ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। চোখ ধাঁধানো সাজে ইতিমধ্যেই নেট মাধ্যমে সাড়া ফেলেছেন অঙ্কিতা। লালের বদলে বেইজ রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন নববধূ।
View this post on Instagram
গা-ভরা হিরের গয়না। কনের বেশে অঙ্কিতার থেকে সত্যিই যেন চোখ ফেরানো দায়। অঙ্কিতার সঙ্গে ম্যাচ করেই ভিকিও বেইজ রঙের শেরওয়ানিতে সেজেছিলেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একগুচ্ছ ছবির ক্যাপশনে নিজেকে ‘মিসেস জৈন’ বলে পরিচয় করান অঙ্কিতা।
সুত্র: আজকাল