জাতীয়

স্বর্ণমন্দিরে শিখদের পবিত্র তলোয়ারের অবমাননা!

Golden Temple sacrilege:স্বর্ণমন্দিরে শিখদের পবিত্র তলোয়ারের অবমাননা! - West Bengal News 24

শিখদের সবথেকে বড় ধর্মীয় স্থান পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির অপবিত্র করা নিয়ে তুলকালাম হল শনিবার।

এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। গোটা বিষয় নিয়ে উদ্বেগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চন্নি।তিনি ঘটনার প্রবল নিন্দা করেছেন। ঠিক কী ঘটেছিল শনিবার?

জানা গেছে, স্বর্ণমন্দিরে রোজকার মতোই চলছিল সন্ধের প্রার্থনা। এই সময়েই এক ব্যক্তি সংরক্ষিত এলাকা, যেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ, সেখানে ঢুকে পড়ে। শুধু ঢুকে পড়াই নয়, গুরুগ্রন্থ সাহিবের সামনে রাখা পবিত্র তলোয়ার তুলে নিতে চেষ্টা করে সে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু

সেই মুহূর্তে তাকে ধরে ফেলে প্রার্থনায় উপস্থিত জনতা। প্রবল আক্রোশে টেনেহিঁচড়ে বের আনা হয় মন্দিরের বাইরের প্রাঙ্গণে। এরপর শুরু হয় সমবেত মারধর। গণপিটুনিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অমৃতসরের ডিসিপি পরমিন্দর সিং ভান্ডাল।

এই ঘটনার কড়া নিন্দা করেছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য গুরপ্রীত সিং রান্ধওয়া। তিনি যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনার আঁচ পৌঁছে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্তও। তাঁকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন বিজেপি নেতা মঞ্জিন্দর সিং সির্সা। দুঃখপ্রকাশ করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলও।

 

 

সুত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button