বিচিত্রতা

মশা তাড়াবে নারীর যে অলংকার

মশা তাড়াবে নারীর যে অলংকার - West Bengal News 24

মশার কারণে নানান রোগে আক্রান্ত হন মানুষ। নানান ধরণের নিরাপত্তা ব্যবস্থা আবিষ্কারের পরেও মশাদের কারণে নাজেহাল গোটা বিশ্ব। ম্যালেরিয়ার প্রকোপ খানিক কমলেও এখন ডেঙ্গু আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। মশা মারার কয়েল, মশারি বা ফুল স্লিভ জামা কিছুতেই যখন রেহাই মিলছে না তখন সিঙ্গাপুরে তৈরি হল অভিনব এক অলংকার। সিঙ্গাপুরের ওই সংস্থার বিজ্ঞানীদের দাবি, এই অলংকার পরলেই মশা আপনার থেকে দূরে থাকবে।

মশা তাড়ানোর ব্রেসলেট থেকে নেকলেস, সবই পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে। আর মশাবাহী রোগ থেকে বাঁচতে নিজেদের গয়নার বাক্সে নতুন অভিনব জুয়েলারির সম্ভার তৈরি করতে ব্যস্ত সিঙ্গাপুরের বাসিন্দারা।

আরও পড়ুন : মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট, নেটদুনিয়া তোলপাড়

কিন্তু কী থাকবে এই গয়নায়? সংস্থা জানিয়েছে, এই জুয়েলারিগুলিতে থাকবে সিট্রোনেলা। মানুষের শরীরের জন্য হানিকারক নয় সিট্রোনেলা। তাই এই জুয়েলারিগুলির নকশায় ব্যবহার করা হয়েছে এই পদার্থ। এমনকি ফুড়িয়ে গেলে আবারও রি-ফিল করা যাবে এটি।

সিঙ্গাপুরের এই সংস্থা আশাবাদী, এই মশা থেকে বাঁচার নতুন উপায় খুব শিগগিরই বাজারে চাঞ্চল্য সৃষ্টি করবে। এই অভিনব গয়নার ভারতীয় মূল্য ২,৩৪৬ থেকে ৩,১৭৭ রুপি।

আরও পড়ুন ::

Back to top button