আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ২৮ কোটি ছাড়ালো

বিশ্বে করোনা শনাক্ত ২৮ কোটি ছাড়ালো - West Bengal News 24

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের। এরমধ‌্য দিয়ে বিশ্বে ২৮ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৯৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন।

আরও পড়ুন : আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণে নিষেধাজ্ঞা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন। এর আগের দিন করোনায় মারা ৩ হাজার ৯০৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৮১ হাজার ৯১১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন ::

Back to top button