জাতীয়

পড়ুয়াদের বিক্ষোভে ইন্ধন দিয়ে গ্রেফতার ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’

Hindustani Bhau : পড়ুয়াদের বিক্ষোভে ইন্ধন দিয়ে গ্রেফতার ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’ - West Bengal News 24

মহারাষ্ট্রের মুম্বইয়ের ধারাভিতে সোমবার রাজ্যের শিক্ষান্ত্রীর বাড়ির সামনে অসংখ্য পড়ুয়ার জমায়েত ও তাদের বিক্ষোভে ইন্ধন জোগানোর জন্য ইউটিউবের ইনফ্লুয়েন্সার বিকাশ ফাটক ওরফে হিন্দুস্তানী ভাউকে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাকে অভিযুক্ত করা হয়। বিপর্যয় মোকাবিলা আইন ও সরকারি সম্পত্তি নষ্টে ইন্ধন দেওয়ার মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত আফলাইন পরীক্ষার ঘোষণাকে ঘিরে।

Hindustani Bhau : পড়ুয়াদের বিক্ষোভে ইন্ধন দিয়ে গ্রেফতার ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’ - West Bengal News 24

এই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ তিনি না কি তার এক ভিডিওতে সরকারের প্রতি বার্তা দেন যে পড়ুয়াদের জীবন নিয়ে খেলবেন না। কোভিড পরিস্থিতিতে দুবছর পর এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে গেলে জীবনের ঝুঁকি থাকবে পড়ুয়াদের। তার দায়িত্ব কে নেবে? তাই অবিলম্বে অনলাইন পরীক্ষার জন্য অনুরোধ করেন বিকাশ, নতুবা সমবেত প্রতিবাদের আহ্বান জানায় পড়ুয়াদের।

সোমবার শিক্ষা মন্ত্রী বর্শা গায়কোয়াড়ের বাড়ির সামনে হওয়া তারপরের বিক্ষোভের জন্য বিকাশকেই দায়ী করা হয় এবং তাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ।বিকাশ ছাড়াও ইকরার খান নামে জনৈক ব্যাক্তিকে গ্রেফতার করা হয় প্ররোচনা দেওয়ার জন্য।

আরও পড়ুন ::

Back to top button