আন্তর্জাতিক

মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন

China aims to complete space station: মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন - West Bengal News 24

এই বছরেই এর নির্মাণকাজ শেষ হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বহু দেশের সহযোগিতায় নয় বরং নিজস্ব অর্থায়নে এই মহাকাশ স্টেশন বানাচ্ছে চীনারা। এর নাম- তিয়াংগং মহাকাশ স্টেশন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই খবর জানায়। চীনা মহাকাশ স্টেশনে থাকবে তিনটি মডিউল বা অংশ।

আরও পড়ুন: ইসরাইলে হিজবুল্লাহর সামরিক ড্রোনের সাফল্য

যা এ বছরেই ধাপে ধাপে ছ’টি অভিযানে পাঠানো হবে কক্ষপথে, মহাকাশ স্টেশনটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে। তিনটি মডিউলের মধ্যে একটিতে হবে গবেষণা, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। এই মডিউলের নাম— ‘ওয়েনতিয়ান’।

সবকয়টি মডিউলই পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে অত্যন্ত শক্তিশালী ‘লং মার্চ-৫বি’ রকেটের মাধ্যমে। মহাকাশ স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘টি’ বর্ণের মতো।

চীনা মহাকাশ স্টেশনের তিনটি মডিউলের মধ্যে দু’টির ওজন ২০ হাজার কিলোগ্রাম বা ৪৪ হাজার ১০০ পাউন্ড করে হবে। এই মহাকাশ স্টেশনেও অন্য দেশের বিজ্ঞানী ও গবেষকরা কাজ করতে পারবেন।

এর পর চাঁদের কক্ষপথে একটি ‘লুনার স্টেশন’ও বানাতে চলেছে চিন।

আরও পড়ুন ::

Back to top button