আন্তর্জাতিক

তৃতীয় দিনের মতো বন্ধ মস্কো শেয়ারবাজার

Moscow Share Market : তৃতীয় দিনের মতো বন্ধ মস্কো শেয়ারবাজার - West Bengal News 24

টানা তৃতীয় দিনের মতো মস্কো এক্সচেঞ্জের সকল লেনদেন ও কার্যক্রম স্থগিত রয়েছে। খবর বিবিসি।

বুধবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় দিনের মতো মস্কো এক্সচেঞ্জে স্টক মার্কেট ট্রেডিং স্থগিত থাকবে।

আরও পড়ুন :: ইউক্রেনের নাগরিকদের চাকরির ঘোষনা পর্তুগালের

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহেই প্রথমবারের মতো সীমিত পরিসরে মস্কো এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হবে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। রাশিয়ার অর্থনীতিতে ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে।

এসব নিষেধাজ্ঞার ফলে রুবলের দাম কমে যেতে শুরু করেছে। একইসঙ্গে শেয়ার বাজারেও দরপতন শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে টানা তিনদিন মস্কো এক্সচেঞ্জের লেনদেন বন্ধ রেখেছে রাশিয়া।

আরও পড়ুন ::

Back to top button