আন্তর্জাতিক

দুটি বড় শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

Russia Ukraine War : দুটি বড় শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার - West Bengal News 24

ইউক্রেনের মারিওপোল ও ভলনোভকায় শহরের বেসামরিক নাগরিকদের বের হওয়ার সুযোগ করে দিতে দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

বিবিসি জানায়, শনিবার সাময়িক এ যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। অন্যান্য শহরে যুদ্ধ চলবে বলে জানিয়েছে দেশটি।

ইউক্রেনে সামরিক অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, রুশ হামলায় দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত ৪ মার্চ পর্যন্ত ৩৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আরও পড়ুন :: এবার রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করবে আইসিসি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ করেছে। কারণ যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা করা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

যদিও রাশিয়া বেসামরিক নাগরিক হত্যার দাবি অস্বীকার করেছে।

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিশ্বে তুমুল সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। এ কারণেই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটি।

আরও পড়ুন ::

Back to top button