ঝাড়গ্রাম

বাম কৃষক সংগঠনের বর্ধিত সভায় সদস্য বাড়ানোর ডাক

স্বপ্নীল মজুমদার

বাম কৃষক সংগঠনের বর্ধিত সভায় সদস্য বাড়ানোর ডাক - West Bengal News 24

ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের আগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে সিপিএমের কৃষক সংগঠনের একশো জন করে সদস্য সংগ্রহ করা হবে। কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে গড়ে তোলা হবে আন্দোলন।

শনিবার সারা ভারত কৃষকসভার ঝাড়গ্রাম জেলা কমিটির বর্ধিতসভায় এমন সিদ্ধান্ত হল। ঝাড়গ্রাম শহরের বলাকা হলে আয়োজিত ওই সভায় ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল হালদার, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মেঘনাদ ভুঁইয়া, জেলা সম্পাদক দিবাকর হাঁসদা, প্রাক্তন রাজ্য সম্পাদক তরুণ রায়, প্রবীণ নেতা ডহরেশ্বর সেন, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অর্জুন মাহাতো, অনিল পইড়া, সৌগত মাহাত, বিশ্বরঞ্জন খামরি প্রমুখ।

বাম কৃষক সংগঠনের বর্ধিত সভায় সদস্য বাড়ানোর ডাক - West Bengal News 24

গত বছর নভেম্বরে সিপিএমের এই কৃষক সংগঠনটির জেলা সম্মেলনে সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন দিবাকর হাঁসদা। সম্মেলনের পরে এদিন প্রথমবার বর্ধিতসভা ডাকা হয়। হাজির ছিলেন জেলার ৮টি ব্লকের ১১৭ জন প্রতিনিধি।

বাম কৃষক সংগঠনের বর্ধিত সভায় সদস্য বাড়ানোর ডাক - West Bengal News 24

দিবাকর জানান, জেলায় সংগঠনের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ২০ হাজার রাখা হয়েছে। সরকারি সহায়ক দরে ধান কেনা, একশো দিনের পরিবর্তে দু’শো দিন কাজ দেওয়ার মতো চাষিদের স্বার্থে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button