ঝাড়গ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে দোকান ঘরে ধাক্কা মারল ডাম্পার

স্বপ্নীল মজুমদার

নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে দোকান ঘরে ধাক্কা মারল ডাম্পার - West Bengal News 24

বিনপুর: নিয়ন্ত্রণ হারিয়ে গুটি পাথর বোঝাই একটি ডাম্পার ধাক্কা মারল রাজ্য সড়কের ধারে সদ্য তৈরি হওয়া একটি বাড়িতে। হতাহতের ঘটনা না ঘটলেও বাড়িটি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার গভীর রাতে বিনপুর থানার কাঁকো এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় স্থানীয় খানামুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দত্ত কাঁকো এলাকায় ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কের ধারে একটি নতুন দোকানবাড়ি তৈরি করেছেন।

আরও পড়ুন :: বাম কৃষক সংগঠনের বর্ধিত সভায় সদস্য বাড়ানোর ডাক

স্থানীয়রা জানাচ্ছেন, রাত তিনটে নাগাদ শিলদা থেকে ঝাড়গ্রামগামী ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে বাড়িটিতে ধাক্কা মারে। গৌতমবাবুর ছেলে অনির্বাণ দত্ত বলেন, “তিনটি দোকান ঘর সহ বাড়িটি তৈরি হয়েছিল।

ডাম্পারের ধাক্কায় সামনের অংশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।” ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। ওই ঘটনার পরে স্থানীয়রা রাজ্য সড়কের জনবহুল এলাকায় স্পিড ব্রেকার দেওয়ার দাবি করেছেন।

অভিযোগ, রাতের বেলা পণ্যবাহী লরি গুলি বেপরোয়া ভাবে চলার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কেন ডাম্পারটি নিয়ন্ত্রণ হারাল তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button