আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হল ট্যাটু

South Korea : দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হল ট্যাটু - West Bengal News 24

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ট্যাটু আঁকার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতেই ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরাই এর ব্যবহার করতে পারেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে আদালতের এ রায়ের বিষয়ে ট্যাটু শিল্পীরা উপহাস করেছেন। তারা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সেকেলে ও সাংস্কৃতিক বোঝা-পড়ার অভাব।

কয়েক দশক ধরে নিষিদ্ধ থাকার পরেও দেশটিতে প্রায় ৫০ হাজার ট্যাটু শিল্পী রয়েছে। এ ব্যবসা পরিচালনা করার জন্য পুলিশের তল্লাশি ও শাস্তির সম্মুখীন হতে হয় তাদের।

আরও পড়ুন :: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

আইন ভঙ্গ করে যদি কেউ এর সঙ্গে জড়িত হয় তাহলে সর্বোচ্চ ৪১ হাজার তিনশ ডলার জরিমানা ও সাধারণত দুই বছরের সাজা দেওয়া হয়।

২০১৭ সালের পর থেকেই দেশটির ট্যাটু শিল্পী সমিতি আইনটির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়।কারণ এই আইনটির ফলে তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকার খর্ব হয় বলে জানানো হয় ।

কিন্তু দেশটির সাংবিধানিক আদালত মামলাটিকে খারিজ করে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বলা হয়, ট্যাটুতে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button