জাতীয়

ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

ওষুধ কারখানায় আগুন, নিহত ৬ - West Bengal News 24

দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে এক ওষুধ কারখানায় এই হতাহতের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটে ১৮ জন কর্মরত ছিলেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসা দমকলকর্মীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ৩৩ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলনা! পুলিশের জালে ধর্ষণের আাসামি

নিহত ছয়জনের মধ্যে চারজনই বিহারের অভিবাসী শ্রমিক। এ পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া গুরুতর আহতদের প্রত্যেককে ৫ লাখ রুপি এবং যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। আহতদের অবস্থা পর্যবেক্ষণ করতে কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন ::

Back to top button