রাজনীতিরাজ্য

সুকান্তর অভিজ্ঞতা কম! বিস্ফোরক মন্তব্য দিলীপের!

সুকান্তর অভিজ্ঞতা কম! বিস্ফোরক মন্তব্য দিলীপের! - West Bengal News 24

এবার দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সুকান্তর অভিজ্ঞতা কম, দলের যোগ্য লোকেদের বাদ দিলে হবে না! এমনই মন্তব্য করলেন তিনি।

রাজ্যে উপনির্বাচনে বিজেপির হারের পর ফের প্রকট হয়েছে রাজ্য বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের ছবি। তা নিয়েই এ বার সরাসরি প্রতিক্রিয়া জানালেন দিলীপ।

বৃহস্পতিবার দিলীপ বলেন, ‘‘সুকান্তর অভিজ্ঞতা কম, সবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ওঁর জানা উচিত যারা এত দিন আন্দোলন করেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া জরুরি। দলের এই পুরনো নেতাদের উপর বিশ্বাস করেই মানুষ রাস্তায় নেমেছেন। তাই তাঁদের ভুলে গেলে চলবে না।’’

নিজের দলেরই সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, সরকার বিরোধী লড়াইয়ে দলে পরিকল্পনার অভাব আছে। নেতাদের মনোবলেরও অভাব আছে। দলে এখনও অনেক যোগ্য লোক আছেন। তাঁদের কাজে লাগাতে হবে। দল থেকে কেউ চলে যায়নি।

অনেকে ঝড় দেখে এসেছিলেন, তাঁরা চলে গেছেন। যোগ্য ব্যক্তিদের অভিজ্ঞতা দলের কাজে লাগানো উচিত। যাঁদেরকে লোকে বিশ্বাস করে তাঁদেরকে দায়িত্ব দেওয়া দরকার।

উল্লেখ্য, আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের কাছে বিজেপির বড় ব্যবধানে হারের পর থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন দলের পুরনো নেতারা। অনেকেই ইস্তফা দেন। দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুন ::

Back to top button