প্রধান বিচারপতিকে ফের চিঠি বার অ্যাসোসিয়েশনের!
কলকাতা হাইকোর্টে এজলাস বয়কট চলছেই! প্রধান বিচারপতিকে ফের চিঠি দিল বার অ্যাসোসিয়েশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন আইনজীবীদের একাংশ৷
এরই মধ্যে বুধবার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক ফের চিঠি দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে৷ সেই চিঠিতে বলা হয়েছে, এর আগে যে সব সমস্যা অ্যাসোসিয়েশন তুলে ধরেছিল আজ পর্যন্ত সেগুলির কোনও সমাধান হয়নি৷ সেই সমস্যাগুলো বিশেষভাবে গুরুত্ব দিয়ে সমাধানের আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বার কাউন্সিলকে চিঠি দিয়ে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়েছে, বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অমান্য করে ওই আইনজীবীরা বয়কটের ডাক দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ নিচ্ছেন৷ সংশ্লিষ্ট আইনজীবীদের নামের তালিকা দিয়ে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি করেন বিশ্বব্রত বসু মল্লিক৷
গত সপ্তাহ থেকেই আইনজীবীদের একাংশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করছেন৷ বার অ্যাসোসিয়েশনের বৈঠকে ওই বয়কটের প্রস্তাব নিয়ে মতবিরোধ দেখা দেয়৷ বৈঠকে দু’পক্ষের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কিও চলে৷
নিয়োগে দুর্নীতির তদন্তে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত দুটি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তা ছাড়া ওই মামলার শুনানিতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআই দফতরে যেতে বলেছিলেন তিনি। এর পর থেকেই ক্ষোভের মুখে পড়েছেন বিচারপতি।
এর পরই আদালতে বয়কট উদ্যোগে সক্রিয় হয়েছেন একাংশ আইনজীবী। গত কয়েকদিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস লাগাতার বয়কট করে চলেছেন এই আইনজীবীরা। এঁদের অনেকেই তৃণমূলের আইনজীবী সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেও তাঁর এজলাস বয়কট করলেন কলকাতা হাইকোর্টের একাংশ আইনজীবী।