শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গ্রেফতার প্রধান শিক্ষক
শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন প্রধান শিক্ষক। উত্তর ২৪ পরগনার বনগাঁ কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে ওই স্কুলের সহ শিক্ষিকা গত বছরের ৬ অক্টোবর অভিযোগ দায়ের করেন! শিক্ষিকার অভিযোগ ছিল বছর ৪০-এর প্রধান শিক্ষক তাঁকে ধর্ষণের চেষ্টা করে, সঙ্গে ছিল আর্থিক প্রতারনা ও লাগাতার হুমকির অভিযোগও!
বনগাঁ থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার রাতে বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসকে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
অভিযোগকারিনী শিক্ষিকার বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ধৃত প্রধান শিক্ষক। তিনি জানান, ওই শিক্ষিকার সঙ্গে তাঁর শারীরিক এবং মানসিক সম্পর্ক ছিল। তবে এখন অন্যত্র ট্রান্সফার নিয়ে শিক্ষিকা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিস। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।