জাতীয়

মুন্ডকা অগ্নিকাণ্ডে গ্রেপ্তার বাণিজ্যিক ভবনের দুই মালিক!

মুন্ডকা অগ্নিকাণ্ডে গ্রেপ্তার বাণিজ্যিক ভবনের দুই মালিক! - West Bengal News 24

গতকাল রাতে দিল্লির মুন্ডকায় ঘটে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড।

বাণিজ্যিক ভবনের একটি অফিস থেকে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের, আহত ১২ জন। এখনও ১৯ জনের কোনও খোঁজ নেই। আগুন ছড়িয়েছিল দোতলা থেকে। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন জানলা দিয়ে ঝাঁপ দিয়েছিলেন বলে খবর।

এদিকে দমকল এবং পুলিশের তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, তিনতলা বাড়ির যে অফিস থেকে আগুন ছড়িয়ে পড়েছিল, দমকল বিভাগের কাছ থেকে সেই অফিসের মালিকরা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেননি।

বাণিজ্যিক ভবনটির বেশিরভাগ অফিসেরই কোনও এনওসি নেই বলে খবর।

ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮, ৩৪ এবং ১২০ ধারায় মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ভবনের দুই মালিককে। এই দু’জনের বাবা অমরনাথ গোয়েলের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে। তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, আগুন লেগে যাওয়ার পর আর বেরতে পারেননি।

আজ অকুস্থলে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মোদি।

আরও পড়ুন ::

Back to top button