আন্তর্জাতিক

পারমাণবিক বোমা হামলার সময় জানালো রাশিয়া

পারমাণবিক বোমা হামলার সময় জানালো রাশিয়া - West Bengal News 24

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পরই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক বোমা বিশেষ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দিয়েছিলেন।

পুতিনের ওই নির্দেশ থেকেই ধারণা করা হচ্ছিল প্রয়োজন পড়লে মস্কো পারমাণবিক বোমা হামলা চালাতে পারেন। তবে ঠিক কোন প্রেক্ষাপটে পারমাণবিক বোমা ব্যবহার করা হবে তা এবার স্পষ্ট করেছে রাশিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বুধবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ জানান, রাশিয়ার সামরিক মতবাদ অনুযায়ী শুধুমাত্র তাদের দেশের উপর আক্রমণের প্রতিশোধ নিতেই মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

আরও পড়ুন :: টুইটারে প্রেসিডেন্ট বাইডেনের ফলোয়ারের অর্ধেকই ভুয়া

ইউরি বোরিসভ বিষয়টি স্পষ্ট করে বলেন, আমাদের মতবাদ অনুযায়ী, আমরা আগে আক্রমণ করব না। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

যদিও বেশ কয়েকজন পশ্চিমা রাজনীতিবিদ ও বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের ওপর পারবাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

আরও পড়ুন ::

Back to top button