Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিচিত্রতা

বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ উধাও হলে টাকা ফেরত!

Money back if ship disappears in Bermuda Triangle! : বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ উধাও হলে টাকা ফেরত! - West Bengal News 24

বারমুডা ট্রায়াঙ্গল। এই নামের সঙ্গে অনেক রহস্যময় কাহিনি জড়িয়ে আছে। আজও এই জায়গা রহস্যই রয়ে গিয়েছে। কতো জাহাজ, বিমান নাকি গিলে ফেলেছে এই জায়গা। এটা নাকি ‘না ফেরার দেশ’। এটি তাই ‘ডেভিলস ট্রায়াঙ্গল’ নামেও খ্যাত।

এবার সেই বারমুডা ট্রায়াঙ্গলেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার। দু’দিনের সফরে যাত্রীপিছু খরচ ১,৪৫০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ লাখ ৪০ হাজার টাকা)।

সঙ্গে সংস্থাটি একটি প্রস্তাবও দিয়েছে। যদি তাদের জাহাজ বারমুডা ট্রায়াঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে যায়, তা হলে যাত্রীদের প্রত্যেককে তাদের সফরের খরচ পুরোটা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন :: ট্রাফিক নিয়ম ভাঙছে একটি গাড়ি, ছবিতেই রয়েছে উত্তর; খুঁজে পেলেন?

প্রাইমা লাইনার তাদের ওয়েবসাইটে লিখেছে, বারমুডা ট্রায়াঙ্গলের এই সফরে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ওই জায়গা থেকে সশরীরে ফেরত আসার ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া হচ্ছে। যদি ফিরতে না পারা যায়, তা হলে যাত্রীদের পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কাই নেই।

তবে প্রশ্ন একটাই। যদি কোনোভাবে জাহাজ হারিয়েই যায়, তা হলে টাকা ফেরত নিতে কীভাবে কোনো যাত্রী আসবেন?

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্লস ক্রুসজেলনিকি দাবি করেছিলেন, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য উদ্ঘাটন করে ফেলেছেন।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি জানান, এখানে কোনো রহস্যই নেই যে সমাধান করতে হবে। আসলে যা ঘটেছে বা ঘটছে তা মানুষের ভুল এবং খারাপ আবহাওয়ার জন্য।

আটলান্টিক মহাসাগরে আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি জায়গা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন ::

Back to top button