বর্ধমান

স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় কবজি কেটে নিলেন স্বামী

স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় কবজি কেটে নিলেন স্বামী

স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার নৃশংস এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। অভিযোগ, সরকারি চাকরি পেয়ে স্ত্রী রেণু খাতুন সংসার ছেড়ে চলে যাবেন, এমন সন্দেহে এই কাণ্ড ঘটিয়েছেন স্বামী শেখ মোহাম্মদ।

জানা যায়, রেণু খাতুনের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি সরকারি নার্সের চাকরিও পান।

অভিযোগ, এরপরেই শেখ মোহাম্মদের কয়েকজন বন্ধু তাকে বোঝায়, চাকরি করতে গেলে রেণুর সঙ্গে তার বিচ্ছেদ হতে পারে। এরপর বন্ধুদের সঙ্গে মিলে রেণুর হাত কেটে নেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত স্বামী। গত ৪ জুন রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশচাপা দিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলেন শেখ মোহাম্মদ।

এরপর রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেসময় রেণুর ডান হাতের কাটা অংশটি তার স্বামী লুকিয়ে রাখেন। এ নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে রেণুর পরিবার।

ঘটনার পর থেকে শেখ মোহাম্মদ ও তার পরিবারের বাকি সদস্যরা পলাতক। তাদের বাড়িতে এখন তালা ঝোলানো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রেণু বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন ::

Back to top button