বলিউড

বলিউডে আসার আগে যে কাজ করে সংসার চালাতেন নোরা ফাতেহি!

Nora Fatehi : বলিউডে আসার আগে যে কাজ করে সংসার চালাতেন নোরা ফাতেহি! - West Bengal News 24

নোরা ফাতেহি (Nora Fatehi) বলিউডের অন্যতম আইটেম ডান্সার। একসময় বলিউডের আইটেম ডান্সারের কনসেপ্ট উঠে গিয়ে নায়িকারাই আইটেম ডান্স করতে শুরু করেছিলেন। কিন্তু নোরা আবারও সেই কনসেপ্টকে ফিরিয়ে নিয়ে আসেন।

বর্তমানে একাধিক ফিল্মে আইটেম ডান্স করার পাশাপাশি চলতি বছর ‘আইফা’-র মঞ্চ মাতিয়েছেন নোরা। কিন্তু নোরার যাত্রাপথ কোনোদিন এত সহজ ছিল না।

বিগ বসের ঘরে এসে নোরা জানিয়েছিলেন, পেটের তাগিদে একসময় বেলি ডান্সকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন তিনি। তাঁদের পরিবারের আর্থিক অবস্থা কোনোদিন ভালো ছিল না। কিন্তু বাড়িতে বলিউডের নাচ ও গান ছিল অন্য সাধারণ পরিবারের মতোই নিষিদ্ধ। অর্থাভাব একসময় এতটাই প্রকট হয়ে পড়ে, স্কুল ছাড়তে হয় নোরাকে।

তখন সবেমাত্র দশম শ্রেণী পাশ করেছেন নোরা। মাত্র ষোল বছর বয়সে সংসার চালাতে একটি শপিং মলে সেলস গার্লের চাকরি নিয়েছিলেন তিনি। তবে তার পাশাপাশি প্রাইভেটে নোরা পড়াশোনা চালাতে থাকেন।

আরও পড়ুন ::

Back to top button