সাহিত্য

গ্রেস কটেজ নজরুল সম্মান পেলেন বাঁধন সেনগুপ্ত

গ্রেস কটেজ নজরুল সম্মান পেলেন বাঁধন সেনগুপ্ত

কৃষ্ণনগরে কাজী নজরুল ইসলামের বাসভবন গ্রেস কটেজের পক্ষ থেকে প্রথম নজরুল সম্মান দেওয়া হল ড. বাঁধন সেনগুপ্তকে। নজরুল গবেষক হিসেবে ড. বাঁধন সেনগুপ্তের নাম বাংলায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি কাজী নজরুল ইসলামের উপর গবেষণা করেছেন। নজরুলকে নিয়ে একাধিক বই রচনা করেছেন তিনি। এহেন নজরুল গবেষককে কৃষ্ণনগরের গ্রেস কটেজ কর্তৃপক্ষ প্রথম নজরুল সম্মান দেওয়ার জন্য মনোনীত করেন।

৪ঠা সেপ্টেম্বর ২০২২ হেরিটেজ ভবন গ্রেস কটেজেই নজরুল সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ড. বাঁধন সেনগুপ্তের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। বহু বিশিষ্টজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাঁধন সেনগুপ্ত তাঁর বক্তব্য রাখার সময় নজরুল বিষয়ে নানা অজানা গল্প সকলকে শোনান এবং গ্রেস কটেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গ্রেস কটেজ নজরুল সম্মান পেলেন বাঁধন সেনগুপ্ত

আয়োজকদের মধ্যে অন্যতম দীপাঞ্জন দে গ্রেস কটেজ নজরুল সম্মান অনুষ্ঠানের সার্বিক আয়োজন সম্পর্কে বলেন, “এই সম্মান প্রদান ২০২২ সাল থেকে প্রথম শুরু হলো। ড. বাঁধন সেনগুপ্তর মতো একজন নজরুল গবেষকের হাতে এই সম্মান তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।”

আরও পড়ুন ::

Back to top button