অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইকে এড়ালেন অনুব্রত কন্যা, সময় দিতে নারাজ গোয়েন্দারা
বাবার পথেই হাঁটলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়ালেন তিনি৷ এর আগেও সুকন্যার কাছ থেকে তাঁর নামে থাকা বিভিন্ন সংস্থা এবং রাইস মিলের হিসেব নিকেশের খতিয়ান চেয়েছিল সিবিআই। শুক্রবার ফের যাবতীয় নথি নিয়ে সিবিআই-এর ক্যাম্প অফিসে হাজিরা দিতে অনুব্রত মণ্ডলের কন্যাকে নোটিস দিয়েছিল সিবিআই৷ কিন্তু সিবিআই সূত্রে খবর, অসুস্থতার কারণ দেখিয়ে কিছু দিন সময় চেয়েছেন সুকন্যা৷ কার্যত এভাবেই হাজিরা এড়ালেন কেষ্ট কন্যা।
গরু পাচার মামলার তদন্তে সুকন্যার সম্পত্তির দিকে নজর রয়েছে সিবিআই-এর। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে কীভাবে তিনি একাধিক রাইস মিল এবং সংস্থার ডিরেক্টর হলেন, ব্যবসায় বিনিয়োগের বিপুল অর্থ তিনি কোথা থেকে পেলেন, সেই সব তথ্যই তাঁর থেকে জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। বীরভূমে সুকন্যার নামে থাকা রাইস মিলে অভিযানও চালিয়েছিল সিবিআই।
আরও পড়ুন :: অভিনেতা মিঠুনকে ‘মুখ’ করে শুরু বঙ্গ বিজেপির প্রাক পুজো সম্মেলন
যেগুলির মালিক আসলে অনুব্রত মণ্ডল বলে দাবি তদন্তকারীদের।হএছাড়া তাঁর নামে থাকা একাধিক জমির কথাও জানতে পেরেছেন আধিকারিকরা। এবার সেই সম্পত্তি সংক্রান্ত নথি চাইলেন আধিকারিকরা। ইতিমধ্যে তাঁর বাড়িতে গিয়ে একদিন জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারী অফিসাররা। সিবিআই সূত্রে খবর, খুব শিগগিরই ফের হাজিরা দিতে বলা হবে সুকন্যাকে৷
গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। তাঁর নামে বেনামে থাকা বিভিন্ন সম্পত্তির তালিকা তৈরি করতে শুরু করেছে সিবিআই৷ গরু পাচারের বিপুল অর্থের হদিশ পেতে চায় সিবিআই। তাই তাদের নজরে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল৷
কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মেয়ের নামে রাইস মিল সহ বিভিন্ন বেসরকারি সংস্থা তৈরি করে সেখানেই গরু পাচারের টাকা বিনিয়োগ করেছেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল৷