জাতীয়

৩ রাজ্যে জারি অ্যালার্ট, বৃষ্টিতে ভিজবে একাধিক রাজ্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Weather Update Today : ৩ রাজ্যে জারি অ্যালার্ট, বৃষ্টিতে ভিজবে একাধিক রাজ্য - West Bengal News 24

বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও দেশের অধিকাংশ রাজ্যে এই সময়ে টানা বৃষ্টি চলছে৷ পুজোর আনন্দ এর ফলে যে অনেকটাই মাটি হতে চলেছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে অন্তত তেমনটাই আশঙ্কা। দুইবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷

দিল্লির মৌসম ভবন ওয়েদার আপডেটে জানিয়েছে, আগামী ২-৩ দিন উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে এবং এর পার্শ্ববর্তী রাজ্য থেকে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে৷

আরও পড়ুন :: পরকীয়া প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ওড়িশায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুদুচেরির বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের একাধিক এলাকায় আগামী এক সপ্তাহ আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে।

আজ, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতর সম্ভবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৯ শতাংশ৷ আকাশ মূলত মেঘলাই থাকবে।

আরও পড়ুন ::

Back to top button