১০ অক্টোবর পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ মানিক ভট্টাচার্যের
সুপ্রিম কোর্টের নির্দেশে ফের স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ১০ অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
উভয়পক্ষের সওয়াল জবাব শুনে এদিন দেশের শীর্ষ আদালত জানায়, আগামী ১০ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। উল্লেখ্য, এর আগে বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মানিকের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত সিবিআই কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত চলবে তবে তাঁর বিরুদ্ধে সিবিআই কঠোর পদক্ষেপ নিতে পারবে না।
আরও পড়ুন :: কয়লা পাচার কাণ্ডে জামিন পেলেন বিকাশ মিশ্র
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে অসহযোগিতা করলে সিবিআই মানিককে নিজেদের হেফাজতেও নিতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
কিন্তু কলকাতা হাই কোর্টের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি মিলল মানিক ভট্টাচার্যের। শীর্ষ আদালত শনিবারই ছুটি হয়ে যাচ্ছে। আগামী ১০ অক্টোবরের আগে এই মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই। ততদিন পর্যন্ত মানিকের রক্ষাকবচ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।