রাজ্য

পুজোর কার্নিভাল নিয়ে ২৫ দফা গাইডলাইন জারি নবান্নের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Durga Puja Carnival : পুজোর কার্নিভাল নিয়ে ২৫ দফা গাইডলাইন জারি নবান্নের - West Bengal News 24

এ বছর জেলায় জেলায় আয়োজিত হবে দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল। ইউনেস্কোর তরফে বাংলার দুর্গা পুজোকে বিশেষ স্বীকৃতি স্বরূপ সম্মান জানিয়ে ১লা সেপ্টেম্বর এই ঘোষণাই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শারদোৎসহ শেষে শুক্রবার এবং শনিবার কলকাতার রেড রোডে রাজ্যস্তরের মূল কার্নিভালটি অনুষ্ঠিত হতে চলেছে। সেইমতো পুজোর কার্নিভাল অনুষ্ঠানের জন্য চলছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলায় একইসঙ্গে হবে এই কার্নিভাল অনুষ্ঠান।

তবে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলা যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়, তার জন্য ২৫ দফা গাইডলাইন জানাল নবান্ন। গাইডলাইনে বলা হয়েছে-

১)পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে এই শোভাযাত্রা বা কার্নিভালের আয়োজন করতে হবে।

২) এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা পুজো কমিটিগুলিকে চিহ্নিত করতে হবে। প্রয়োজনে বিশ্ব বাংলা শারদ সম্মানের জন্য গঠিত জেলার বিচারক মন্ডলীর মতামত নিয়ে পুজো কমিটিগুলিকে কার্নিভালে অংশগ্রহণ করানো যেতে পারে।

৩) যে সব পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে, প্রতিমা বহনের পাশাপাশি তারা সংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারে।

৪) প্রত্যেকটি পুজো কমিটির মূল মঞ্চের সামনে দুই মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে পারবে।

৫) এই কার্নিভালে অংশগ্রহণ করতে হলে জেলাগুলির বিভিন্ন এলাকা যথাযথ ব্র্যান্ডিং দিয়ে সুসজ্জিত করতে হবে। মূল মঞ্চের ব্র্যান্ডিং যাতে একই ধরনের হয় তার জন্য একটি নকশাও দেবে নবান্ন।

৬) রাস্তা দু’ধারে সাধারণ মানুষের দাঁড়ানোর বা বসার জন্য ব্যবস্থা করতে হবে।

৭) সাধারণ মানুষ যাতে জেলাগুলির বিভিন্ন প্রান্তে এই কার্নিভাল দেখার সুযোগ পান, তার জন্য এলইডির ব্যবস্থা করতে হবে।

৮) পুজো কমিটিগুলি কোন কোন ঘাটে প্রতিমা বিসর্জন করবে তা আগেই জানাতে হবে।

সবমিলিয়ে ২৫ দফার গাইডলাইন মেনে কার্নিভাল অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে রাজ্যে।

আরও পড়ুন ::

Back to top button