প্রযুক্তি

ফেরানো হল ফেসবুকের পুরোনো অনুরাগীদের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ফেরানো হল ফেসবুকের পুরোনো অনুরাগীদের

বর্তমানে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তারকাদের একমাত্র ঠিকানা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া ছাড়া তাঁদের কার্যত এক মুহূর্তও চলে না। অথচ সেখানেই কিনা এক বড়সড় সমস্যায় তাঁরা। রাতারাতি ফেসবুকে তাঁদের ফলোয়ারের সংখ্যা রীতিমতো তলানিতে এসে ঠেকেছে। অবশ্য শুধু তারকাদেরই নয় সাধারণ মানুষেরও একই পরিস্থিতি হয়েছিল। তবে এমনটা কেন হল, তা বুঝতে পারছিলেন না কেউই। অবশেষে স্বস্তি! ফিরে এলেন অনুরাগীরা।

বুধবার সকাল থেকে হইহই কাণ্ড। আচমকা ফেসবুকে অনুরাগীর সংখ্যা কমে যাওয়ায় চিন্তায় প্রায় ঘুম উড়তে বসেছিল সকলের। এ বার কী হবে? অনুরাগীর সংখ্যা আচমকা এত কমে গেল কীভাবে? সেই চিন্তা করতে করতেই পুরোনো অনুরাগীদের ফিরে পেলেন সবাই।

এ বিষয়ে সংস্থার এক কর্মী জানান, বাইরে থেকে অনুরাগীর সংখ্যা কম দেখা গেলেও প্রোফাইলের মালিকরা নিজেদের অ্যাকাউন্টে ঢুঁ দিলে সেই পুরোনো সংখ্যাই দেখতে পাবেন। আসলে নামবদল হয়ে ‘মেটা’ হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফিকিরে মজেছে। কখনও হয়তো কেউ আপনার স্টেটাস পছন্দ করছেন তা দেখা যায় না। আবার কখনও এমনটাও হয়, ইনস্টাগ্রামের মতো রিলেই ভরে যাচ্ছে ফেসবুক ফিড। সে সবেরই নতুন ফিকির ছিল এই অনুরাগীদের সংখ্যা কমে যাওয়ার। তবে তা যে সাময়িক হবে, সে কথা আগেই জানানো হয়েছিল সংস্থার তরফে।

অভিনেত্রী স্বস্তিকা দত্ত এ প্রসঙ্গে বলেন, “কারণটা ঠিক ধরতে না পারলেও আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই সমস্যা।” তার আশা বাস্তব হল কিছুক্ষণের মধ্যেই। হলও ঠিক তেমনটাই। পাঁচ-ছয় ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান। তবে এটা প্রচার কৌশল, না কি প্রযুক্তিগত ত্রুটি ছিল, সে বিষয়ে সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে কারণ যাই হোক না কেন পুরোনো অনুরাগীদের ফিরে পেয়ে বেজায় খুশি তারকা থেকে সাধারণ মানুষ সকলেই।

আরও পড়ুন ::

Back to top button