Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

জয় শাহের মন্তব্যের জের, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি পাক বোর্ডের কর্তাদের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jay Shah : জয় শাহের মন্তব্যের জের, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি পাক বোর্ডের কর্তাদের - West Bengal News 24
জয় শাহ

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে পাকিস্তান। বিসিসিআই সচিব জয় শাহের বক্তব্যের প্রেক্ষিতে এমনই হুমকি দিলেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘‌নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হতে পারে। সেক্ষেত্রে আমাদের খেলতে আপত্তি নেই। কিন্তু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল।’‌ এও বলেন, ‘‌পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। তবে ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

তাঁর এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র সদস্যর মতে, ‘‘পিসিবি কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সকলেই জানে আইসিসি এবং এসিসির প্রতিযোগিতায় কিছু বাণিজ্যিক দায় থাকে। বহু দলীয় প্রতিযোগিতাগুলিতে পাকিস্তান-ভারত খেলা না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে।’’

এই বিষয়ে পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘‌পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ে যথাযথ ভাবে বিষয়টি তুলে ধরা হবে।’‌ পিসিবির কর্তারা ক্ষোভ প্রকাশ করে এও বলেন, ‘বুঝতে পারছি না জয় শাহ কীকরে একতরফাভাবে প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার কথা বলতে পারেন। পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এসিসির এক্সিকিউটিভ বোর্ড। এসিসি সভাপতি দেননি।’‌

জানা গিয়েছে, বিসিসিআই সচিবের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এসিসিকে কড়া চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা ভারতীয় বোর্ডের কথা মতো চললে কঠোরতম পদক্ষেপ করতেও প্রস্তুত তাঁরা।

উল্লেখ্য, পাকিস্তান শেষবার ভারতে টি২০ সিরিজ খেলতে এসেছিল সেই ২০১২ সালে। অন্যদিকে, ভারত শেষবার পাকিস্তানে খেলতে গিয়েছিল ২০০৮ সালে এশিয়া কাপে। মুম্বই বিস্ফোরণের পর থেকে দু’‌দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।

আরও পড়ুন ::

Back to top button