“আমার শরীর দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন।” সোমবার আদালতে এভাবেই নিজের জামিনের দরবার করলেন পার্থ চট্টোপাধ্যায়।
এসএসসি দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরেই জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায় যেকোন উপায়ে জামিনের আবেদন করে আসছিলেন। পার্থ আদালতকে বলেন, ‘‘১০০ দিন ধরে এখানে রয়েছি। অথচ এখনও এরা কিছু পাচ্ছে না।’’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে পার্থ বলেন, ‘‘এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। কিন্তু আমার শরীর সঙ্গ দিচ্ছে না। আমাকে বাঁচতে দিন।’’ আদালত অবশ্য পার্থের সেই আর্জিতে রায়দান স্থগিত রেখেছে। আপাতত আগামী ১৪ দিন রাজ্যের প্রাক্তন এই শিক্ষামন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল।
আদালতে পার্থের হয়ে তাঁর আইনজীবী বলেছিলেন, ‘‘উনি ৯৯ দিন ধরে হেফাজতে রয়েছেন। উনি অসুস্থ, তার মেডিক্যাল রিপোর্টও রয়েছে। তা ছাড়া ওঁর বিরুদ্ধে যা অভিযোগ তা তো চার্জশিটেই বলা রয়েছে। তা হলে ওঁকে আরও তদন্তের জন্য কেন বিচারবিভাগীয় হেফাজতে রাখতে হবে?’’
পার্থ বা তাঁর আইনজীবীর কোনও চেষ্টাই শেষ পর্যন্ত কাজে লাগল না। জামিন পেলেন না প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।