কলকাতা

দাবি না মানলেও নির্বাচনী সমঝোতা করতে হয়’, দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপিই

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : দাবি না মানলেও নির্বাচনী সমঝোতা করতে হয়’, দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপিই - West Bengal News 24

গ্রেটার কোচবিহারের দাবি জানানো তথাকথিত ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতা করে বিজেপি? বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির এহেন মন্তব্যে নতুন করে জল্পনা মাথা চাড়া দিল রাজনৈতিক মহলে।

সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপিএ ‘র প্রধান নেতা অনন্ত মহারাজ। তিনি দাবি করেন, কোচবিহারকে কেন্দ্রশাসিত এলাকা ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রের ডাকা বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন বিমল গুরুং।

ওঁরা ওদের দাবির কথা বলতেই পারেন। উত্তরবঙ্গে এরকম বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করা একাধিক সংগঠন আছে। অনেক সময় এদের সঙ্গে নির্বাচনী সমঝোতাও করতে হয়। কিন্তু, তা নির্বাচন পর্যন্তই। বাকি সময় তারা তাদের মত কাজ করে৷” অনন্ত ও গুরুংদের এই মন্তব্যের প্রেক্ষিতে একথা বলেন দিলীপ ঘোষ।

দিলীপের এই মন্তব্যের জেরে রাজ্যভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগের বিষয়টিতে নতুন করে ফের বিতর্ক তৈরি হল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন ::

Back to top button