Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় আসছে নজরদারি দল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় আসছে নজরদারি দল

মারণ করোনা ভাইরাসের দাপট কমতেই সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলেন রাজ্যবাসী। কিন্তু তা বেশিদিন সহ্য হল না। এবার রাজ্য বাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলেছে ডেঙ্গু। প্রতিদিনই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে মশা বাহিত এই রোগে মৃতের সংখ্যাও। জানি রীতিমতো উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনও। বর্তমান পরিস্থিতির কথা বিচার করে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন৷ রাজ্যের বিভিন্ন অংশে যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷

এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার প্রতিটি জেলায় যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের দল৷ সেখানে পরিস্থিতি খতিয়ে দেখবেন টিমের সদস্যরা। মূলত, নির্দিষ্ট জেলায় কেমন চলছে ডেঙ্গি চিকিৎসা, ফিভার ক্লিনিক, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

চিকিৎসকদের নিয়ে এই দল তৈরি হবে৷ থাকবেন শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বাড়াতে হবে বেডের সংখ্যাও৷

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে মোট চারজনের৷ এর আগে ডেঙ্গুর বলি হতে হয়েছে ছ’মাসের অন্তঃসত্ত্বারও৷ সব মিলিয়ে কলকাতা ও দুই ২৪ পরগনা-সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলা ও উত্তরবঙ্গেও ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু সংক্রমণ৷ তাই পরিস্থিতি যাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে না ওঠে, তার মোকাবিলা করতে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন ::

Back to top button