তিহার জেলের ভিতর আরাম করে ম্যাসাজ নিচ্ছেন মন্ত্রী, দেখুন সেই ভিডিও
অর্থ পাচারের মত গুরুতর অভিযোগের দায়ে এখন জেল খাটছেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। হাওয়লা কাণ্ডে জড়িত সত্যেন্দ্র-র বিরুদ্ধে অভিযোগ এতটাই গুরুতর, বারবার তিনি জামিন চাইলেও তা খারিজ হয়ে যাচ্ছে।
তিহার জেলে বন্দি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী কিন্তু জেলে আছেন বহাল তবিয়তেই। মন্ত্রীর সেলে থাকা এক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে, সত্যেন্দ্র জৈনকে ম্যাসাজ করে দিচ্ছেন এক ম্যাসিওর।
চলতি বছর ৩০ মে অর্থ তছরুপ, হাওয়ালা লেনদেন মামলায় কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী সত্যেন্দ্র জৈন পেশায় একজন আর্কিটেক্স। কেজরিওয়ালের খুব ঘনিষ্ঠ নেতা বলেও পরিচিত তিনি।
#WATCH | CCTV video emerges of jailed Delhi minister and AAP leader Satyendar Jain getting a massage inside Tihar jail. pic.twitter.com/MnmigOppnd
— ANI (@ANI) November 19, 2022