রাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রী বিধানসভায় কম আসেন কেন? প্রশ্ন দলেরই প্রবীণ বিধায়কের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abdul Karim Chowdhury : মুখ্যমন্ত্রী বিধানসভায় কম আসেন কেন? প্রশ্ন দলেরই প্রবীণ বিধায়কের - West Bengal News 24

বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যতম প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তাঁর তোলা প্রশ্নে পরিষদীয় দলের বৈঠকেই চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হল তৃণমূল নেতৃত্বকে।

কী প্রশ্ন তুলেছেন বিধায়ক?

মুখ্যমন্ত্রী কেন নিয়মিত বিধানসভায় থাকেন না? মঙ্গলবার এই প্রশ্নই তোলেন তিনি। মঙ্গলবার দলের বিধায়কের প্রশ্নের মুখে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি অবশ্য এই প্রশ্ন তুলে দলীয় নেতৃত্বের তিরস্কারের মুখেও পড়তে হয় আব্দুল করিম চৌধুরীকে।

বিধানসভার অধিবেশনগুলিতে উপস্থিতির হার নিয়ে বরাবরই দলীয় বিধায়কদের সতর্ক করে শাসকদল। সেইমতো মঙ্গলবারও বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে ইসলামপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘মুখ্যমন্ত্রী কেন আসেন না? যদি তিন-চার দিন আসতেন, এক ঘণ্টা করেও থাকতেন, তা হলে ভালই হত।’ এই প্রশ্ন করতেই তাঁকে কার্যত ধমকে চুপ করিয়ে দেন বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃত্ব।

জানা গিয়েছে, এদিন বিধানসভার অধিবেশন শেষে দলের পরিষদীয় বৈঠকে যোগ দেন তৃণমূলের বিধায়করা। শীতকালীন অধিবেশনের বাকি সময়ে শাসক দলের বিধায়কদের ভূমিকা নিয়ে ব্যাখ্যা করেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বক্তৃতায় ববি-বক্সীরা বিধায়কদের উদ্দেশে বলেন, বিরোধীদের মোকাবিলায় তৃণমূলকে সংযত থাকতে হবে।

আরও পড়ুন ::

Back to top button