রাজ্য

পার্ক স্ট্রিটের বড়দিন উৎসবে শামিল মুখ্যমন্ত্রী, রীতি বজায় রেখে যোগ দেবেন সেন্ট জেভিয়ার্স কলেজের ক্রিসমাস ফেস্টিভ্যালেও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পার্ক স্ট্রিটের বড়দিন উৎসবে শামিল মুখ্যমন্ত্রী, রীতি বজায় রেখে যোগ দেবেন সেন্ট জেভিয়ার্স কলেজের ক্রিসমাস ফেস্টিভ্যালেও

বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠছে তিলোত্তমা কলকাতা। বড়দিনের উৎসবে শামিল রাজ্য সরকার (West Bengal Government)। কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজই ,পার্ক স্ট্রিটের (Park Street) অ্যালেন পার্ক থেকেই শুরু হচ্ছে উৎসবে সূচনা। ফেস্টিভালের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ইতিমধ্যেই যার প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্য পর্যটন দপ্তর।

নবান্ন (Nabanna) সূত্রে খবর , প্রতিবারই অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিগত বছরগুলিতে করোনা (COVID-19) পরিস্থিতি থাকায় সেই ভাবে ভিড় না হলেও চলতি বছরে আরো বেশি জনসমাগম হবে বলেই মত প্রশাসনের। ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পাশাপাশি বড়দিনের অনুষ্ঠান হয় সেন্ট জেভিয়ার্স কলেজেও। নবান্ন (Nabanna) সূত্রে খবর , সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। অন্যদিকে সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত হবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডি লিট উপাধি প্রদান করতে চলেছেন কলেজ কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারি মাসের সেই অনুষ্ঠানে বিষয় সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি এদিন দুপুরে নবান্নে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর মূলত আসন্ন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়েই এই বৈঠক। বৈঠকে বিভিন্ন দফতরের সচিবদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত , প্রতিবারই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

এমনকি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথমে গঙ্গাসাগর সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) মেলায় বিপুল জনসমাগমের আশা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন ::

Back to top button