শিক্ষা

উচ্চ প্রাথমিক স্তরে স্কুলগুলির কোন কোন বিভাগে শূন্য পদ? রোস্টার তৈরির নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

উচ্চ প্রাথমিক স্তরে স্কুলগুলির কোন কোন বিভাগে শূন্য পদ? রোস্টার তৈরির নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের

সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। গত আট বছর ধরে উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া চলছে।

গত কয়েক বছর ধরে শিক্ষক বদলির জন্য একাধিক স্কুলে বদলি প্রক্রিয়া হয়েছে। বিভিন্ন স্কুলে থাকা শূন্যপদে যোগ দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। উচ্চ প্রাথমিকের নিয়োগের (Recruitment) বিজ্ঞাপন দেওয়ার সময় যে শূন্যপদের তালিকা ছিল সেই তালিকায় হেরফের হওয়ার সম্ভাবনা। ২০১৮ সালের পর থেকে উচ্চ প্রাথমিক স্তরে কোন কোন স্কুলে কী কী বিভাগের শূন্যপদ তৈরি হয়ে রয়েছে , বিদ্যালয় পরিদর্শকদের তার রোস্টার তৈরি করার নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department)।

গত আট বছর ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। সেই নিয়োগ প্রক্রিয়ায় এবার হাইকোর্টের কাছে মেধা তালিকা জমা দেবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু উচ্চ প্রাথমিকের (Upper Primary) শূন্যপদ নিয়ে যাতে কোনও বিতর্ক বা অস্বস্তি না হয় তার জন্যইও সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷

আরও পড়ুন ::

Back to top button