আন্তর্জাতিক

ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিল রাশিয়া

ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিল রাশিয়া

ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ-ইউক্রেন যুদ্ধের ৩০১তম দিনে বুধবার (২১ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা প্রধানদের নিয়ে করা এক বৈঠকে তিনি এমন হুমকি দেন।

পুতিন বলেন, পশ্চিমা সমর্থিত ইউক্রেনে তারা সামরিক আক্রমণ আরও বৃদ্ধি করবে। এছাড়া পারমাণবিক যুদ্ধের জন্যও রাশিয়ার বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, নতুন বছরের প্রথম দিকেই অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেট নতুন জিরকন হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত হবে। এই মিসাইলের সমতুল্য পৃথিবীতে আর কোনোটিই নেই।

তিনি আরও বলেন, দেশের প্রয়োজনীয়তা ও চাহিদা মেটানোর ক্ষেত্রে সরকারের কোনও আর্থিক সীমা নেই। ইউক্রেনে চলামান যুদ্ধাবস্থাকে ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করেন পুতিন।

আরও পড়ুন ::

Back to top button