রাজ্য

বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে কোথায় কোথায় স্টপেজ? সূচি চুড়ান্ত করল রেল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে কোথায় কোথায় স্টপেজ? সূচি চুড়ান্ত করল রেল

বন্দে ভারত এক্সপ্রেসের সূচি চুড়ান্ত করল রেল। বোলপুর, মালদা টাউন , বারসই স্টেশনে ট্রেন দাঁড়াবে। বুধবার বাদে রোজ ট্রেন চলবে। ট্রেনের নম্বর হল ২২৩০১ ও ২২৩০২। সাড়ে সাত ঘণ্টায় ট্রেন হাওড়া (Hawrah) থেকে এনজেপি (NJP) যাবে।

আগামী ৩০ শে ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Peime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সময়সীমা কিছুটা হলেও পিছিয়ে গেছে। এমনটাই জানা গেছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে। ৩০ ডিসেম্বর সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

হাওড়া স্টেশন (Hawrah) থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্লাগ অফ করার পাশাপাশি কয়েকটি মেট্রো প্রজেক্ট সহ বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Prime Minister)। ২২ নম্বর প্ল্যািটফর্মের মূল অনুষ্ঠান ঘিরে তৈরি হচ্ছে দেশের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা বলয়। মঙ্গলবার রাজ্যর ও রেল পুলিশ কর্তা, আরপিএফ ও রেলের আধিকারিকদের সঙ্গে নিরাপত্তার নিয়ে বৈঠক করেন এসপিজি (SPG) কর্তারা।

বন্দে ভারতে ট্রেনের সফরসূচি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুর (Bolpur) কিংবা শান্তিনিকেতন স্টেশনে চালু করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। রেলের তরফে চূড়ান্ত সূচি জানানো হয়। বোলপুরে বন্দে ভারত ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)।

আরও পড়ুন ::

Back to top button