রাজ্য

নতুন বছরে অত্যাধিক ভিড়ের চাপ, মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নতুন বছরে অত্যাধিক ভিড়ের চাপ, মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

বর্ষবরণের (New Year) আনন্দে উত্তাল সকলেই। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিদায় নেবে ২০২২। বর্ষবরণের আনন্দে মাতোয়ারা শহরবাসী। অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো (Metro) চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Rail)। পয়লা জানুয়ারি কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো।

দমদম থেকে কবি সুভাষ – সকাল ৯ টার পরিবর্তে ৬ টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম (Dumdum) থেকে দক্ষিণেশ্বর (Dakhineswar) প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর (Dakhineswar) থেকে কবি সুভাষ (Kabi Subhas) – প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। রবিবার এমনিতে ১৩০টি মেট্রো চললেও ১ জানুয়ারি ১৮৮টি মেট্রো চলবে। এর ফলে অন্যদিনের তুলনায় মেট্রোর (Metro) সময়সূচিতে সামান্য বদল হয়েছে।

তবে দিনের শেষে মেট্রোর সময়সূচির কোন পরিবর্তন হচ্ছে না। ইস্ট ওয়েস্ট (Eart West Metro) মেট্রো করিডরে আগামী রবিবারের জন্য শুধুমাত্র ৪৪টি মেট্রো চলবে। রবিবার কোন মেট্রো চলবে না। শিয়ালদহ (Sealdah) এবং সেক্টর ৫ (Sector 5 থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ন’টায়। দুই স্টেশন থেকে মেট্রো ছাড়বে সন্ধ্যে সাড়ে সাতটায়।

আরও পড়ুন ::

Back to top button