রাজনীতিরাজ্য

“ভূতে রাম নামে ভয় পায়”, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরোক্ষে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : “ভূতে রাম নামে ভয় পায়”, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরোক্ষে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের - West Bengal News 24

নতুন বছরের শুরুতে নিজের মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করলেন বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) উদ্বোধনের মঞ্চে বিজেপির জয় শ্রীরাম শ্লোগান নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ বাবু (Dilip Ghosh)।

তৃণমূলকে (Trinamool Congress) তোপ দেগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন ,”ভূতে রাম নামে ভয় পায়”। পরোক্ষে তৃণমূলকে (Trinamool Congress) খোঁচা দিয়েছেন বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি। এমনকি তিনি বলেন ,”মতিভ্রম না হলে তৃণমূলে (Trinamool Congress) কেউ যাবে না। তৃণমূল (Trinamool Congress) এবং কংগ্রেস (Congress) ভয় পেলে রামকে দেখে। আমরা শুরু থেকেই রামকে দেখি”। ওদের দরজার ছিটকিনি ভেঙে গেছে আর আমাদের দলে লোক আসছে। এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

পাশাপাশি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই প্রসঙ্গে দিলীপ বাবু জানান ,”কেষ্ট ভিতর আছে। বীরভূমের (Birbhum) লোক তাই রিলিফ পেয়েছে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) তৃণমূলের (Trinamool Congress) শক্তভিত গঠন হওয়ার পিছনে অধিকারী পরিবারের প্রশংসার সুর শোনা যায় বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়।

রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election) প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতির দাবি ,”পঞ্চায়েত (Panchayet Election) আসছে বিজেপি (BJP) তৈরি। পুলিশের সাহায্য ছাড়া গোলমাল ছাড়া তৃণমূলকে (Trinamool Congress) ভোট করে দেখানোর চ্যালেঞ্জ। তৃণমূলের ঝাঁপ পরে যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এই প্রসঙ্গে তার আরও দাবি , ”তৃণমূল (trinamool Congress) ভোটের আগে টাকার থলি নিয়ে রাস্তায় নামে। তারপর খালি হাতে ফিরে আসে। এই ব্যাপারে গোয়ায় (Goa) মাত্র ৪ শতাংশ প্রাপ্তির বিষয়ে তৃণমূলকে (Trinamool Congress) খোঁচা দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন ::

Back to top button