বন্দে ভারতের সুরক্ষায় Whts App গ্রুপ, জানা যাবে সফরকালীন বন্দে ভারতের গুরুত্বপূর্ণ আপডেট
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এর সুরক্ষায় চলবে নজরদারি। ট্রেনে হামলার ঘটনায় এবার তৎপর ভারতীয় রেল। কখন কোন স্টেশনে ঢুকছে বন্দে ভারত, তার আপডেট উঠে আসবে – তৈরী হচ্ছে বিশেষ Whts App গ্রুপ। রেল সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট (Update) আকারে উঠে আসবে ওই গ্রুপে।
পাশাপাশি যাত্রী সুরক্ষায় (Passenger Securitye) নজর রেলের। আরপিএফ-এর পাশাপাশি যাত্রী সুরক্ষায় এনজেপি (NJP) থেকে হাওড়া (Hawrah) পর্যন্ত ট্রেনে থাকবে রেল পুলিশ। সামসির ঘটনারও তদন্ত করবে রেল পুলিশ (Railelway Police)। এমনই জানিয়েছেন উত্তরবঙ্গের রেল পুলিশ সুপার সেলভা মুরুগান (Silva Murgan)। প্রসঙ্গত , গত ২ দিনের ঘটনায় দুটি আলাদা আলাদা মামলা হয়েছে। সামসির ঘটনারও তদন্ত (Investigation) করবে রেল পুলিশ।
এদিকে , বন্দে ভারতের উপরে হামলা নিয়ে তৎপর রাজ্যের বিরোধী দলনেতা ১শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দফতর এবং রেল মন্ত্রককে ট্যাগ করে বন্দে ভারত ট্রেনে হামলার ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
হাওড়া (Hawrah) স্টেশনে ‘জয় শ্রীরাম’ স্লোগানের বদলা নিতেই কি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ? বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। আসল কারণ অনুসন্ধান করতেই NIA- কে তদন্তভার দেওয়া উচিত বলে মনে করেন শুভেন্দু অধিকারী। তাহলে কি রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে ক্ষতির শিকার হচ্ছে সরকারি সম্পত্তি ? উঠছে প্রশ্ন।