Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

বিদায় ঘণ্টা নয়, বৃহষ্পতিবার থেকেই রাজ্য জুড়ে শীতের নয়া ইনিংস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিদায় ঘণ্টা নয়, বৃহষ্পতিবার থেকেই রাজ্য জুড়ে শীতের নয়া ইনিংস

বাংলায় শীত কার্যত উধাও। কিন্তু আশার কথা শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) ফের হাওয়া বদলের সম্ভাবনা।‌ মঙ্গল ও বুধবার বাড়বে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দু’দিন পরই পারদ পতনের সম্ভাবনা।

৪-৫ দিন স্থায়ী হতে পারে এই শীতের স্পেল। যদিও জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গে (South Bengal)। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলায় ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যেতেই হু হু করে উত্তুরে হাওয়া বইবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের (North Bengal) আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গল, বুধবার দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে বিহার (Bihar) এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।

দক্ষিণবঙ্গে (South Bengal) আজ আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলাগুলিতে। বুধবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেই রয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর (Bay Of Bengal) এলাকায়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে শ্রীলঙ্কা (Srilanka) উপকূলের দিকে এগিয়ে যাবে পয়লা ফেব্রুয়ারি নাগাদ।

এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। এর প্রভাবে শ্রীলঙ্কা (Srilanka) উপকূল এবং তামিলনাড়ু ও পন্ডিচেরি করাই কাল উপকূল উত্তাল হতে পারে সমুদ্র। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু (Tamilnadu) উপকূলে বুধ ও বৃহস্পতিবার। সমুদ্র উত্তল হবে সমুদ্র উপকূলে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

এর ফলে মৎস্যজীবীদের তামিলনাড়ু, করাইকাল, পন্ডিচেরী এবং শ্রীলঙ্কা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। তামিলনাড়ু উপকূলের মৎস্যজীবীদের আজ সন্ধ্যার মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আবহাওয়ার পরিবর্তন দেশজুড়ে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা (Temparature) নামবে উত্তর-পশ্চিম ভারতে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের (North West India) বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী তিন দিনে। মধ্য ভারতে তাপমাত্রা কমার ইঙ্গিত।

পূর্ব ভারতে ও তাপমাত্রার (Temprature) পরিবর্তন হবে আগামী ২৪ ঘণ্টায় দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বিভিন্ন এলাকায় এরপর তাপমাত্রা কমতে শুরু করবে দু-তিন দিনের মধ্যে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান।

আরও পড়ুন ::

Back to top button