Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

হিন্ডেনবার্গের যাবতীয় রিপোর্ট মিথ্যা, ৪১৩ পাতার জবাবে জানালেন আদানি গোষ্ঠী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Adani Enterprises News : হিন্ডেনবার্গের যাবতীয় রিপোর্ট মিথ্যা, ৪১৩ পাতার জবাবে জানালেন আদানি গোষ্ঠী - West Bengal News 24

শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর (Adani Group) বিপর্যয় অব্যাহত। লাগাতার ক্ষতির মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির শিল্পগোষ্ঠী। সোমবার সংস্থাটি ১ লক্ষ কোটি টাকার শেয়ার খুইয়েছে। সব মিলিয়ে শেষ তিনটি বাণিজ্যিক পর্বে (ট্রেডিং সেশন) আদানিরা হারালেন ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকার মূলধন।

আদানি গোষ্ঠীর বিপর্যয় শুরু গত বুধবার থেকে। সে দিন আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hinden Burge Research) ভারতীয় এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়েছিল, কারচুপি করে ধনী হয়েছেন আদানিরা (Adani Group)। হিন্ডেনবার্গের রিপোর্টের প্রভাবেই আদানি বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এক ধাক্কায় নেমে এসেছেন অষ্টম স্থানে। এক সপ্তাহ আগেও এই তালিকায় তিনি ছিলেন তৃতীয়।

এর পর থেকেই ক্ষতির মুখোমুখি হয় আদানি গোষ্ঠী। তাদের শেয়ারে ধস নামে। হু হু করে কমতে থাকে মূল্য। এই মুহূর্তে আদানির সম্পদের পরিমাণ ৭ লক্ষ ২০ হাজার কোটি টাকা। তিনি আর এক ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর চেয়ে সামান্য এগিয়ে। অম্বানী Ambani Group) এবং আদানির সম্পদের পার্থক্য ৩৩ হাজার কোটি টাকা। অম্বানী এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় রয়েছেন দশম স্থানে।

হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আদানিরা (Adani Group)। রবিবার আমেরিকান সংস্থার রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৪১৩ পৃষ্ঠার জবাব লেখেন তাঁরা। তাতে বেছে বেছে দেখানো হয়, আদানিদের বিরুদ্ধে অভিযোগগুলি ভিত্তিহীন এবং মিথ্যা। সেই সঙ্গে আদানিদের পাল্টা অভিযোগ, রিপোর্ট প্রকাশ করে আদানিদের বদনাম করার মাধ্যমে ভারতের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে হিন্ডেনবার্গ।

আরও পড়ুন ::

Back to top button