তাপমাত্রার (Temparature) পারদ পতন , শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা সহ রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার নামল ১৫ ডিগ্রির ঘরে।
উত্তুরে হাওয়ার দাপটে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকে কুয়াশা হতে পারে কোথাও কোথাও।
প্রসঙ্গত , জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কলকাতা সহ রাজ্যে উবে গিয়েছিল হাড়হিম ঠান্ডার আমেজ। ফেব্রুয়ারির শুরু মানে শীতের (Winter) বিদায়ঘণ্টা বাজার সময়। অথচ বিদায়বেলায় যেন ঘুরে দাঁড়াচ্ছে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর , আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রার (Temparature) পারদ আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। তার পর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আবহবিদদের ধারণা, বিদায়ের আগেই এটাই শীতের (Winter) শেষ ইনিংস।