ঝাড়গ্রাম

মানবতার নিদর্শন রাখলেন মহাপাল স্কুলের প্রাক্তনী ও শিক্ষক সমিতি

স্বপ্নীল মজুমদার

মানবতার নিদর্শন রাখলেন মহাপাল স্কুলের প্রাক্তনী ও শিক্ষক সমিতি

প্রতিষ্ঠিত হয়ে মানুষ যখন নিজেকে ভাল রাখতে ব্যস্ত সেই সময়ে দাঁড়িয়ে বার বার মানবতার নিদর্শন রাখছেন ঝাড়গ্রামের গোপীবল্লবপুর ২ ব্লকের মহাপাল স্কুলের প্রাক্তনী ও শিক্ষক সমিতি।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ব ভালোবাসার দিনে ডাঙরশাহী প্রাথমিক স্কুল সংলগ্ন প্রাঙ্গনে মহাপাল স্কুলের প্রাক্তনী ও শিক্ষক সমিতির আয়োজনে ১২০ জন পিছিয়ে পড়া দুঃস্থ ছাত্র ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় পোষাক, ৪০ জনের হাতে তুলে দেওয়া হয় বই ও ব্যাগ। এছাড়া বয়স্কদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।

মানবতার নিদর্শন রাখলেন মহাপাল স্কুলের প্রাক্তনী ও শিক্ষক সমিতি

উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অরুনাংশু ঘোষ , সমাজসেবী ও প্রাক্তনী মনোরঞ্জন মুদলী, শিক্ষক ইন্দ্রনীল আচার্য। সংগঠনের অষ্টম কর্মসূচী,সভাপতিত্ব করেন মহাপাল শ্রী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রাক্তন ছাত্র প্রভাত কুমার রাউত।

সংগঠনের সম্পাদক প্রাক্তনী মেধাবী ছাত্র রামকৃষ্ণ দে আমেরিকা থেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button