জামালপুরের মানুষের অনেক দিনের চাওয়া পূরণ হলো আজ।বহু বছর ধরে তারা চেয়েছিলেন জামালপুর থেকে কলকাতা যাবার সরাসরি একটি বাস। মাঝে শ্যামসুন্দর থেকে একটি বাস চললেও তা বন্ধ হয়ে যায়। তাই সাধারণ মানুষ তাদের চাহিদার কথা জানিয়েছিলেন তাদের কাছের মানুষ বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয়কে । তিনি কথা দিয়েছিলেন এবং তা রাখলেনও।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে বর্ধমান হইতে কলকাতা (ভায়া- সগড়াই মোড়, শ্যামসুন্দর, রায়না, জামালপুর, চকদিঘী, দশঘড়া, গুড়াপ) বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হলো আজ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ রায় মহাশয়,জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি মহাশয়। জেলাপরিষদের সভাধিপতি মাননীয়া শম্পা ধাড়া, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক,ব্লক সভাপতি মাননীয় মেহেমুদ খান, ছাত্রপরিষদের সভাপতি বিট্টুমল্লিক সহ তৃনমূল নেতৃত্বরা।
শুধু কলকাতা নয় একই সাথে উদ্বোধন করা হলো জামালপুর থেকে দীঘা সরাসরি বাস সার্ভিসের।আজ গোটা জামালপুর বাসির কাছে একটা আলাদা আনন্দের দিন। এলাকা বাসিরা বলেন; আমদের অনেক দিনের চাহিদা আজ পূরন হলো ধন্যবাদ বাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাহেবকে।
মন্ত্রী অরূপ রায় বলেন; মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও এই ভাবেই সাধারণ মানুষের প্রত্যেকটি চাহিদা তিনি পূরন করবেন।