Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

মাঠের মধ্যে পড়ে আছে প্রায় দুশো ভেড়ার মৃতদেহ, কার্যত মাথায় হাত মেষপালকদের

দীপন চ্যাটার্জী

মাঠের মধ্যে পড়ে আছে প্রায় দুশো ভেড়ার মৃতদেহ, কার্যত মাথায় হাত মেষপালকদের

দেখলেই গায়ে শিহরন সৃষ্টি হওয়ার মতোই ঘটনা।গলসির সাঁকো অঞ্চলের মিদ্দাপাড়া এলাকায় প্রায় ২০০টি ভেড়ার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মিদ্দাপাড়া এলাকার একটি মাঠে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ২০০টি ভেড়ার দেহ পড়ে থাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

জানা গেছে, রানীগঞ্জ থেকে চারটি ভেড়ার পাল নিয়ে গলসি অঞ্চলে আসেন মেষপালকরা। গত ১ সপ্তাহ ধরে তাঁরা গলসি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ভেড়া চড়াতে শুরু করেন। ভেড়া নিয়ে চড়াতে আসা ব্যক্তিদের দাবি, গতকাল বিকেল বেলায় উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা ওষুধ কয়েকশো ভেড়াকে খাওয়ানো হয়।

ওষুধ খাওয়ানোর পর থেকেই একের পর এক ভেড়া অসুস্থ হয়ে পড়তে থাকে। শতাধিক ভেড়ার মৃত্যুও হয়। তাঁদের দাবি ওষুধ খাওয়ানোর পরেই ভেড়াগুলির মৃত্যু হয়েছে। তাঁরা জানিয়েছেন, ভেড়ার শরীর ঠিক রাখতে মাঝে মধ্যেই ঔষধ খাওয়ানো হয়। সেরকমই গতকালও ওষুধ খাওয়ানো হয়। তারপরই এই ঘটনা ঘটে।

যদিও গলসি ২ নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক প্রেমজিৎ দাস জানিয়েছেন,” তাঁরা এই ঘটনার খবর পেয়েছেন। ভেড়ার মৃত্যুর কারণ জানতে নমুনাও সংগ্রহ করা হচ্ছে”।

স্থানীয় বাসিন্দা শেখ সাহেব বলেন, “আমরা ভোরবেলা এসে দেখি এতগুলো ভেড়া এভাবে মরে পড়ে আছে। এরা বলছে বেশি পরিমাণে ওষুধ খাইয়ে দিয়েছে ভেড়াগুলিকে। তাই এই ঘটনা ঘটেছে।”

এই ঘটনায় আর্থিকভাবে সমস্যায় পড়েছেন মেষপালকরা।একেকটা ভেড়া ৪ থেকে ৫ হাজার টাকা করে দাম ।তার ফলে ১৫০ থেকে ২০০ ভেড়া মারা যাওয়াতে তাদের আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়তে হবে।

আরও পড়ুন ::

Back to top button